শাফি + ফেবনিল + মারবেলাস

শাফি + ফেবনিল + মারবেলাস

শাফি + ফেবনিল + মারবেলাস :
কবুতর/ পাখির সুরক্ষায় মাসিক সালমোনেলা কোর্স!
সালমোনেলা : লক্ষণসমূহ
ক) সবুজাভ পাতলা পায়খানা, খয়েরি পায়খানা; আমাশয় ভাব, বমি, গ্রোথ কমে যাওয়া বা  দ্রুত ওজন হ্রাস পাওয়া;
খ) কখনো কখনো পায় বা ডানার গিরা ফুলে যেতে পারে;
গ) বাচ্চা কবুতরের শ্বাস সমস্যা দেখা দিতে পারে বা ডিম ফুটার দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাচ্চা মারা যেতে পাড়ে অথবা ডিমের মধ্যেও মৃত্যু ঘটতে পারে;
ঘ) কবুতরের পাখা ঝূলে যেতে পারে, ঝিমানো, খাদ্য না খাওয়া ও অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে...দ্রুত এর চিকিৎসা না করালে ৪/৫ দিনের মধ্যে কবুতর মারা যেতে পারে।
আক্রান্ত স্থানসমূহ : লিভার, কিডনি, প্লীহা
প্রতিরোধ : সাল্মনেল্লা কোর্স
প্রতিমাসে ৪-৫ দিন ২ টেবিল চামচ শাফি + ২ টেবিল চামচ ফেবনিল + ১ টেবিল চামচ মারবেলাস ১ লিটার পানিতে মিক্স করে ৪-৫ দিন সাধারণ খাবার পানি হিসাবে পরিবেশন করতে হবে!
কোর্স চলাকালিন কবুতর সবুজ পায়খানা করতে পারে, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই ঔষধ বন্ধ করা যাবে না, এটা ভিতরের জীবাণুকে বের করে দিতে সাহায্য করে। ব্রিডিং কবুতরের বাচ্চা থাকলেও খাওয়ানো যাবে, কেননা এসময় তারা বাচ্চাকে সাধারণত কর্প মিল্ক খাওয়ায়  সরাসরি কোন খাবার দেয় না।

Kategori

Kategori